Saturday, 11 Feb 2017 04:02 ঘণ্টা

ক্রাইম রিপোটার্স এসোসিয়েশন বাংলাদেশ (ক্যাবস্) সিলেট এর অভিষেক অনুষ্ঠিত

Share Button

ক্রাইম রিপোটার্স এসোসিয়েশন বাংলাদেশ (ক্যাবস্) সিলেট এর অভিষেক অনুষ্ঠিত

DSCF2518ক্রাইম রিপোটার্স এসোসিয়েশন বাংলাদেশ (ক্যাবস্) সিলেট এর নবÑগঠিত কমিঠির অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা ০৯-০২-২০১৭ ইং তারিখ বৃহস্পতিবার জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে ক্যাবস্ এর আব্বায়ক মোঃ ফখর উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আব্বায়ক মোঃ হুমায়ূন কবীরের পরিচালনায় অনুষ্টিত হয়। এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বৃটেন প্রবাসী বিশিষ্ঠ আইনজিবী পারভেজ খাঁন, বিশেষ অথিতি ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক নূরুজ্জামান চৌধুরী। বক্তাগণ সরাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বলেন, যে হারে সাংবাদিক নির্যাতন বাড়ছে যা সত্যিই স্বাধীন সাংবাদিকতার নগ্ন হস্তক্ষেপ । অচিরেই তা  বন্ধ না হলে, বাংলাদেশ স্বাধীন সাংবাদিকতার জন্য এক ঝুকিপূর্ণ জনপদ হিসাবে রুপ নিবে। এতে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাক্ষিক অপরাধ নিরপেক্ষ পত্রিকার ভারপাপ্ত সম্পাদক এম. এইচ. আর শাহজাহান, সাপ্তাহিক সোনালী সিলেটের ভারপাপ্ত সম্পাদক ও প্্রকাশক মোঃ তাজুল ইসলাম, সান সিলেটের মোঃ আফজালুর রহমান চৌঃ সম্পাদক সাপ্তাহিক সিলেটের আলোর ফটো সাংবাদিক জে.এ নয়ন, সাংবাদিক মিল্টন কান্তি দাশ, সাব্বির আহমদ, লোমান চৌধুরী, এইচ. এম সেলিম, কামরুল ইসলাম, মোঃ দিলোয়ার হোসেন দিলু, আরিফ আহমদ খাঁন, মোঃ আলমগীর হোসেন, মোঃ আবুল কালাম, আমিনুর রশীদ, উত্তম দাশ, কয়েছ আহমদ, মোঃ নূরুল আমিন খাঁন, মোঃ আলমগীর, মোহাম্মদ আলী প্রমূখ । ( সংবাদ বিজ্ঞপ্তি )

এই সংবাদটি 1,308 বার পড়া হয়েছে