Tuesday, 14 Mar 2017 06:03 ঘণ্টা

জমকালো আয়োজনের মধ্য দিয়ে আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

Share Button

জমকালো আয়োজনের মধ্য দিয়ে আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

জগন্নাথ পুর প্রতিনিধি :

জমকালো আয়োজনের মধ্য দিয়ে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ২০১৭ এর শুভ উদ্বোধন আজ সুনামগঞ্জ জেলার জগন্নাথ পুরে অনুষ্ঠিত হয়।আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব জগন্নাথ পুরের সভাপতি দুলদুল বারীর সার্বিক তত্ত্ববধানে এবং যুক্তরাজ্য বিএনপির কোষাধ্যক্ষ এম এ ছাত্তার ও যুক্তরাজ্য বার্ণলী বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুন নূরের সার্বিক সহযোগীতায় উক্ত টুর্নামেন্টের উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক পৌর মেয়র আক্তার হোসেন।বিএনপি নেতা মিজানুর রহমান মিজান ও আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব জগন্নাথ পুরের সাধারণ সম্পাদক জাহেদ আহমদের যৌথ পরিচালনায় এবং সিলেট মহানগর ছাত্রদলের সদস্য রুবেল নূরের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন,বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক ডঃ সাখাওয়াত হোসেন জীবন,ক্রিড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক,কর্নেল আলী আহমেদ,সালেহ আহমেদ খছরু, নাদের আহমেদ   ,বিশিষ্ট ক্রিড়াবীদ আবিবুল বারী আয়হান,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর শওকত, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান প্রমূখ।এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক দর্শক সৈয়দপুর ও বিশ্বনাথ কল্যাণ ফেডারেশনের মধ্যকার উদ্বোধনী ফুটবল ম্যাচটি উপভোগ করেন।

 

এই সংবাদটি 1,027 বার পড়া হয়েছে