Friday, 20 Jul 2018 03:07 ঘণ্টা

বেগম জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে নয়া পল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

Share Button

বেগম জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে নয়া পল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

ঢাকাঃবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে জমায়েত হতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা। কাকরাইল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের ভীড়ে লোকে লোকারণ্য হয়ে গেছে। জুম্মার নামাযের আগেই পল্টন ও আশেপাশের এলাকায় জড়ো হতে থাকে নেতাকর্মীরা। নামাজের পর পরই ছোট ছোট মিছিল নিয়ে এসে নেতাকর্মী মঞ্চের সামনে আসন গ্রহণ করতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনাকীর্ণ হয়ে পড়ে বিএনপি কার্যালয় এলাকা। পৌনে ৩ টার দিকে কাকরাইল থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে পড়ে।
গত ১৫ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন। এর আগেও খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বেশ কয়েকবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিএনপি। কিন্তু তাতে পুলিশের অনুমতি না পাওয়ায় তা স্থগিত করতে হয়েছে বিএনপিকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজ সূত্রে জানা গেছে, ২৩ শর্তে শুক্রবার বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

এই সংবাদটি 1,019 বার পড়া হয়েছে