Saturday, 25 Jun 2016 05:06 ঘণ্টা

বেনাপোলে ভূয়া সাংবাদিক আটক

Share Button

বেনাপোলে ভূয়া সাংবাদিক আটক

download (1)প্রথম বাংলা নিউজ : যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল পোর্টথানাধীন আমড়াখালী এলাকা থেকে মাহাফুজ খান সুমন (৩৫) নামে ভুয়া এক সাংবাদিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৪ জুন) দিনগত সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়। সুমন যশোরের পুরাতন কসবা এলাকার ওসমান খানের ছেলে।

বেনাপোল সদর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার গিয়াস উদ্দিন জানান, সুমন সন্ধ্যায় আমড়াখালী বিজিবি চেকপোস্টে এসে বাস তল্লাশির ছবি তুলতে শুরু করে। এ সময় বিজিবি সদস্যরা তার ছবি তোলার কারণ জানতে চাইলে তিনি বলেন, ঢাকায় তার utube.com নামে একটি অনলাইন নিউজের অফিস আছে।
পরে তার কাছে সাংবাদিকতার পরিচয়পত্র দেখতে চাইলে তিনি কোন পরিচয়পত্র দেখাতে পারেননি। এমনকি ওই নিউজ সংস্থার কোন ভিজিটিং কার্ডও তার কাছে ছিলনা। অবশেষে খোঁজ খবর নিয়ে জানা যায় তিনি একজন ভূয়া সাংবাদিক। এ সময় তার শরীর তল্লাশি করে ভারতীয় দশ রুপি পাওয়া যায়।
বেনাপোল পোর্টথানা পুলিশের এএসআই মতিয়ার রহমান জানান, সুমনের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৫ জুন) দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

এই সংবাদটি 1,052 বার পড়া হয়েছে