Saturday, 25 Feb 2017 07:02 ঘণ্টা

যুগান্তর প্রতিনিধির উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Share Button

যুগান্তর প্রতিনিধির উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

sansylhetসুনামগঞ্জ তাহিপুর উজেলার দৈনিক যুগান্তর ও বাংলাদেশ টুডের থানা প্রতিনিধির উপর মিথ্যা মামলা প্রত্যাহরের দাবিতে ২৫ ফেব্রূয়ারী শনিবার দুপুর ২ টার সময় সিলেট কেন্দ্রিয় শহিদ মিনারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিএন বাংলাদেশের বার্তা সম্পাদক আবুল হোসেনর পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, যুগান্তর সিলেট অফিসের আলোকচিত্রী মামুন হাসান, ক্রাইম রিপোর্টার এসোসিয়েশন বাংলাদেশের (ক্যবস্) সিলেট এর সাধারণ সম্পাদক এম.এইচ.আর শাহজাহান, দৈনিক সোনালী কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক মো. ইসলাম আল , দৈনিক স্বাধীন সংবাদের সিলেট প্রতিনিধি এম. আলী জালালাবাদী, সান সিলেটের সম্পাদকমন্ডলীর সভাপতি মো. ফখর উদ্দিন , দৈনিক বাংলার ডাক সিলেটের প্রতিনিধি মো. নিয়াজ খান সেজু, দৈনিক বাংলার ডাকের গাজীপুর প্রতিনিধি ইউসূফ খন্দকার, সিএন বাংলাদেশের প্রতিনিধি মো. হুমায়ুন কবির, সীমান্ত মিডিয়া ২৪ ডটকমের সম্পাদক  ও প্রকাশক জেসমিন আক্তার, দৈনিক সোনালী কণ্ঠের ফটো সাংবাদিক হোসাইন আহমদ, সিএনএন এর সিলেট প্রতিনিধি মো. নাইম কৌরেশী পলাশ, সাংবাদিক সৈয়দ আলী, সীমান্ত মিডিয়ার শাহপারণ থানা প্রতিনিধি ফাতেমা আক্তার প্রমুখ।
সভায় বক্তরা বিভিন্ন সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন। বিশেষ করে মফস্বল সাংবাদিকরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। পাশপাশি বিভিন্ন প্রভাবশালী বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে পরবর্তিতে প্রভাবশালী ব্যক্তিরা থানাপুলিশকে ম্যানেজ করে মিথ্যে মামলা ও হয়রানীর শিকার হচ্ছেন।

এই সংবাদটি 1,209 বার পড়া হয়েছে