৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:সোমবার, ২৩ মে ২০১৬ ০২:০৫
নিজস্ব প্রতিবেদক ::
বড়লেখা উপজেলার শাহবাজপুরের পাল্লাথল চা বাগানে রীণা রানী পাল(১৭) ধর্ষণ-পূর্বক হত্যা মামলায় ৩ জনকে আসামী করে ধর্ষন ও হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলেন, নজরুল ইসলাম(৩৫)
মোহাম্মদ আব্দুল আহাদ(৩০), এবং নিজাম উদ্দিন(৩২)। মামলার বাদি নিহত রীনা রানী পালের পিতা অমল পাল। বড়লেখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মামলার সত্যতা স্বীকার করে বলেন অবিলম্বে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
উল্লেখ্য, গত ২০ মে সন্ধারাতে অজ্ঞাত সন্ত্রাসীরা রীনা রানীকে ধর্ষনপর পর হত্যা করে স্থানীয় পাহাড়ের পাশে ফেলে রেখে যায়। সন্ধার পরও রীনা ঘরে না ফিরলে তার সঙ্কিত স্বজনরা তাকে খুজতে বের হয়। অনেক খেজাখোজির পর স্থানীয় পাহাড়ের পাশে তার রক্তাক্ত লাশ পায় স্বজনরা। পুলিশকে ঘটনাটি জানালে তৎক্ষণাৎ সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরন করে পুলিশ। একটি অপমৃত্যু ডায়েরী হলেও কোন মামলা হয়নি গত দুইদিন।
গতকাল ভিকটিমের পিতা বাদি হয়ে এই মামলাটি করেন। অমল পালের সাথে মামলার বিষয়ে যোগাযোগ করা হলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। মামলা বিষয়ে কোন কথা বলেননি তিনি।
এদিকে রীণা রানীর প্রকৃত ধর্ষক ও খুনিদের চিহ্নিত করে অবিলম্বে বিচার ও ফাঁসি দাবীতে গতকাল ২২ মে শাহবাজপুর বাজারে মানববন্ধন করেছে একটি সামাজিক সংগঠন। স্থানীয় চেয়ারম্যন আহমেদ জুবায়ের লিটনের সাথে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনাটি নিঃস্বন্ধেহে একটি গর্হিত কিন্তু বিচ্ছিন্ন ঘটনা। তিনি বলেন, ঘটনার সঙ্গে যারা জড়িত তারা কেউই পার পাবে না। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে এই ঘটনাকে এক করে দেখার কোন সু্যোগ নেই বলেও তিনি দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১