বড়লেখার সুড়িকান্দিতে প্রতিপক্ষের হামলায় যুবক আহত: নেপথ্যে প্রণয়

প্রকাশিত:শনিবার, ১৮ নভে ২০১৭ ০৩:১১

বড়লেখার সুড়িকান্দিতে প্রতিপক্ষের হামলায় যুবক আহত: নেপথ্যে প্রণয়

উপজেলা সংবাদদাতা: বড়লেখা উপজেলার দাশেরবাজার ইউনিয়নের সুড়িকান্দি গ্রামে গতরাত আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় প্রতিপক্ষের হামলায় সামছুল ইসলাম(২৭) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন৷ তাকে এলোপাতাড়ি মেরে মৃত ভেবে স্থানীয় ডোবায় ফেলে রেখে যায় দূস্কৃতিকারীরা। বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় পেয়ে তাকে প্রথমে স্থানীয় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এবং পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্থর করা হয়। সামছুলের ঘাড়ে, মাথায় দায়ের কোপ এবং বুকে ও শরীরে মোট ১৭টি আঘাতে চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার সন্ধায় গুরুতর আহত সামছুলের জ্ঞান ফিরলে তিনি হামলাকারীদের পরিচয় নিশ্চিত করেন। ঘটনার অনুসন্ধানে জানা যায়, সেদিন স্থানীয় যুবলীগ নেতা আব্দুল মালিকের বোন মরিয়ম আক্তার ডলির সাথে প্রেমঘটিত সম্পর্কের জেরে মালিকের বাড়িতে রাতের আধারে চুপিসারে দেখা করতে যান সামছুল। আপত্তিকর অবস্থায় তাদের (সামছুল ও ডলি) দেখতে পেয়ে বেধড়ক মারপিট করেন আব্দুল মালিক ও তার চাচা সমসুল হক। আব্দুল মালিকের কাছে বিষয়টির সত্যতা জানতে তার মুটোফোনে কল দেওয়া হলে তাকে পাওয়া যায়নি। এদিকে বৃহস্পতিবার বিকেলে আহত সামসুলের ভাই জয়নুল ইসলাম বাদি হয়ে বড়লেখা থানায় ৪জন কে আসামী করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, আব্দুল মালিক(৩৭), সমসুল হক(৪৭), আলম মিয়া(২৫) এবং ফখর উদ্দিন(৫০) থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান প্রতিবেদককে মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অবিলম্বে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ