বড়লেখা শাহবাজপুরে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক চোরাচালানকারী নিহত:

প্রকাশিত:রবিবার, ০৬ মে ২০১৮ ১১:০৫

বড়লেখা শাহবাজপুরে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক চোরাচালানকারী নিহত:

নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আলীমপুর গ্রামে র‍্যবের সংগে বন্দুকযুদ্ধে একজন মাদক চোরাচালানকারী নিহতে ঘটনা ঘটেছে। নিহতের নাম আব্দুর রব(৫৫)। তার বাড়ী ইউনিয়নের আলীমপুর গ্রামে। তার ও পরিবারের বিরোদ্ধে মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগ দীর্ঘদিনের। র‍্যব ও পুলিশ সুত্রে জানা যায়, দেশব্যপী মাদক বিরোধী সরকারের জিরোটলারেন্স নীতির অংশ হিসেবে গত ৪ মে সন্ধায় নিকটস্থ সীমান্তবর্তী কুমারশাইল গ্রাম থেকে তাকে অবৈধ মদসহ আটক করে র‍্যব। দুইদিনের জিজ্ঞাসাবাদের পর তার নিজ ছেলেদের সম্পৃক্ততার কথা জানালে গভীররাতে তাদের আটকের উদ্যেশ্যে আলীমপুরের নিকটস্থ ফতেহবাগ চা বাগানে গেলে হুট করে আব্দুর রব পালিয়ে যেতে চাইলে এবং তার ছেলে সাকিল(২০), সুমন(৩৫) ও সাজু (২৮) র‍্যবের উপর অতর্কিত হামলা করলে র‍্যবও পাল্টা জবাব দেয়। এতে আব্দুর রব মারা যায়। যদিও ছেলেরা পালিয়ে যায়।বএই ঘটনায় দুইজন র‍্যব সদস্য আহত হয়েছেন বলছে র‍্যব।
এদিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন জানান, অপরাধ নির্মূলে সরকারের এই উদ্যোগ প্রসংশনীয়। আব্দুর রব ও তার ছেলেরা রাস্ট্র ও সমাজ বিরোধী কাজের সাথে জড়িত। তার ছেলেদেরকেও গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে আবেদন করেন তিনি।