৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৪ ফেব্রু ২০১৯ ১০:০২
গোলাপগঞ্জ প্রতিনিধি: গতকাল বুধবার গোলাপগঞ্জের উত্তর ভাদেশ্বর এলাকার করগ্রাম লালপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে কিশোর মুন্না আহমদ (১৫) কে মারধর করেছে ক্ষমতাসীন দলের ক্যাডাররা। মুন্নার পিতা মৃত মোঃ সুরমান আলী বিএপির একজন কর্মি ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, আধিপত্ব ও জমিজামা নিয়ে মৃত মোঃ সুরমান আলীর সঙ্গে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত তার ভাইরা সুলতান নূর (৫০) এবং তার ভাই আজিজুর রহমান ও ভাতিজাদের বিরোধ ছিল। এসব নিয়ে তাদের মধ্যে পূর্বে কয়েকবার মারামারি ও হামলার ঘটনা ঘটে। গোলাপগঞ্জ থানায় এই নিয়ে মামলা-মোকাদ্দমাও হয়েছে।
এলাকাবাসী জানান, বিকেলের দিকে বাজার থেকে খরচ করে বাড়ি ফিরছিলো মুন্না। তখন তার বাড়ির সামন থেকে সুলতান নূর তার ছেলে মিজান নূর রহমান। এবং আজিজুর রহমান ও তার ছেলে ওহীদুর রহমান ও ওলীউর রহমান (তাওহীদ) থাকে ধরে নিয়ে তাদের ঘরে বন্দী করে মারধর করে। এলাকাবাসী ঘটনা শুনে মুন্নাকে সুলতান নূর ও আজিজুর রহমানের বাড়ি থেকে আহত অবস্থায় উদ্বার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লকে নিয়ে যায়।
এ ব্যাপারে লক্ষনা বন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমদ জানান, দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজামা ও রাজনৈতিক আধিপত্ব নিয়ে বিরোধ ছিল। আমি অনেক বার বিষয় টা সমাধানের চেষ্টা করেছি কিন্তু সমাধান করা হয় নি।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১