শাহবাজপুরে মাইকে ঘোষণা দিয়ে সংখ্যালঘুদের উপর আক্রমণ, নিহত এক

প্রকাশিত:বুধবার, ০১ মে ২০১৯ ১২:০৫

শাহবাজপুরে মাইকে ঘোষণা দিয়ে সংখ্যালঘুদের উপর আক্রমণ, নিহত এক

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নে হিন্দুদের বাড়িঘরে হামলা, অগ্নি সংযোগ, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা গঠেছে। এই ঘটনায় এপর্যন্ত একজন হিন্দু মহিলা আগুনে পুড়ে নিহত হয়েছেন বলে জানা গেছে। একজন হিন্দু শিক্ষক তার মুসলমান সহকর্মীকে প্রেম করে বিয়ের প্রতিবাদে সচেতন মুসলিম সমাজ শাহবাজপুরের ব্যানারে এই আক্রমন করা হয় বলে জানা গেছে।

শাহবাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুমন দেবনাথ তার সহকর্মী একই স্কুলের শিক্ষিকা কুলসুমা আক্তারকে সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন গত ২৮ এপ্রিল রবিবার। শাহবাজপুরে তাদের এই বিয়ের সংবাদ প্রচারিত হলে সর্বস্থরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশেষ করে বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক্ষকরা এই বিয়ের প্রতিবাদে শাহবাজপুরে তাৎক্ষণিক ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে। পরবর্তীতে শাহবাজপুর আওয়ামীলীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনের মাধ্যমে খবর আসে যে সুমন দেবনাথ এবং কুলসুমা আক্তার তাদের স্ব স্ব ধর্ম ত্যাগ করার মাধ্যমে বাংলাদেশের প্রচলিত আইনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এই সংবাদ প্রচারের পর সংশ্লিষ্ট বিষয় নিয়ে স্থানীয় ধর্মীয় নেতারা এক জনসমাবেশে মিলিত হন গতকাল সোমবার । সভার সভাপতির বক্তব্যে শাহবাজপুর দারুল উলুম মহিলা মাদ্রাসার সুপার খায়রুল ইসলাম বলেন একজন মুসলমান মহিলাকে বিভিন্ন প্ররোচনায় বিবাহ করা অপরাধ কিন্তু তাকে তার ধর্ম অস্বীকার করতে বাধ্য করা গোনাহে কবিরা। এই গোনাহ দেখে আমরা নীরব তাকলে আমরাও সমান ভাবে অপরাধী। এই অপরাধের সাথে সম্পৃক্ত ব্যক্তি এবং তার আহালকে ধ্বংস করে দেয়া আমাদের ঈমানী দ্বায়িত্ব, এদের ধ্বংস করা ওয়াজিব। মাওলানা খায়রুল ইসলামের এই ঘোষণার পর পরই উত্তেজিত জনতা ইউনিয়ের কুয়ারপার গ্রামের সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে আক্রমন করে। অন্তত দশটি হিন্দু ঘরে ভাঙচুর দুইটিতে অগ্নি সংযোগের খবর পাওয়া যায়। আগুনে নিহত অঞ্জনা রাণী দেবনাথ অভিযুক্ত সুমন দেবনাথের চাচী বলে জানা যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে শাহবাজপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুল ইসলাম জানান পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। এই ঘটনায় এখনো কোন আনুষ্টানিক মামলা হয়নি বলে জানান তিনি। শাহবাজপুর চেয়ারম্যানের সাথে অনেক বারবার যোগাযোগের চেষ্টা করলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম আল ইমরান সংখ্যালঘুদের বাড়িতে এরকম ভাবে আক্রমন খুব দুঃখজনক বলে মন্তব্য করেন। পাশাপাশি তিনি আরো বলেন একজন শিক্ষিত মানুষ হিসিবে সুমন দেবনাথ এরকম একটি স্পর্শকাতর কাজ না করলেই ভালো হতো। ধর্মীয় সম্প্রতি দেশ বাংলাদেশ এর অর্থ এই নয় যে একটি সহজ সরল মেয়েকে তার নিজের ধর্ম অস্বীকার করিয়ে বিয়ে করে ফেলতে হবে।

শাহবাজপুরে এখনো থমথমে অবস্থা বিরাজ করেছে। সংখ্যালঘুরা রয়েছেন চরম উৎকন্ঠা ও অনিশ্চয়তার মধ্যে।