৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বুধবার, ২২ মে ২০২৪ ০৯:০৫
নিউজ ডেস্ক: মেটার মালিকানাধীন বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের কথা চিন্তা করে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত করে প্ল্যাটফর্মটি। এবার ওয়েব ভার্সনের জন্য লক চ্যাট ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।
খুব শিগগিরই এই ফিচার সবাই ব্যবহার করতে পারবেন। এতে ব্যবহারকারীরা ডিভাইসে বায়োমেট্রিক্সের বাড়তি সুবিধা পাবে। মূল ডিভাইসে লক থাকলে ওয়েবেও লক থাকবে। এর ফলে অন্য কেউ চ্যাটের অ্যাক্সেস পাবে না।
পরীক্ষামূলকভাবে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ ২.২৪ ও ১১.৯ ভার্সনের ফোনগুলোতে ব্যবহারকারীরা এ সুবিধা পাচ্ছে। সম্প্রতি ওয়েবেটাইনফো এ নতুন ফিচারের স্ক্রিনশট শেয়ার করেছে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, ‘সিক্রেট কোড কনফিগার করলে সুরক্ষিত কথোপকথনগুলো লিঙ্ক করা ডিভাইসের চ্যাট লিস্ট থেকে অদৃশ্য হয়ে যাবে।’
নতুন এই ফিচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, ব্যবহারকারীকে মূল ডিভাইসের সেটিংসে গিয়ে সিক্রেট কোড তৈরি করতে হবে। এরপর চ্যাট লক পিন দিয়ে লিঙ্ক ডিভাইসে চ্যাট দেখা যাবে।
বিটা ভার্সনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিভাইসে সেটাপ করা সিক্রেট কোড সব লিঙ্ক করা ডিভাইসে ব্যবহার করা যাবে, যাতে ব্যবহারকারীকে প্রতিটা ডিভাইসের জন্য আলাদা আলাদা ভাবে সেটাপ করতে না হয়।
এর আগে হোয়াটসঅ্যাপে লক করা চ্যাট শুধুমাত্র ব্যবহারকারীদের ফোনে সামঞ্জস্যপূর্ণ ছিল। তাই ব্যবহারকারীরা যদি একটি ব্রাউজারে হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ ব্যবহার করতো তাহলে লক করা চ্যাটগুলো স্বয়ংক্রিয়ভাবে সবার কাছে দৃশ্যমান হত। তবে লক চ্যাট ফিচারের কারণে এখন আর এই সমস্যা থাকছে না।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১