৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শনিবার, ২৫ মে ২০২৪ ১০:০৫
নিউজ ডেস্ক: কিন্তু এমন মন্তব্যের একদিন পরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানালেন, কোনো সাবেক অজি ক্রিকেটারের কাছে কোচ হওয়ার প্রস্তাব নিয়েই যায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তার বক্তব্য, রোহিত শর্মাদের পরবর্তী কোচ হিসেবে এমন কাউকে নিয়োগ দেয়া হবে যার ভারতীয় ক্রিকেট নিয়ে ‘গভীর জানাশোনা’ রয়েছে।
ক্রিকইনফোর দাবি অনুযায়ী, বর্তমান কোচ রাহুল দ্রাবিড় তৃতীয় মেয়াদে ম্যান ইন ব্লুদের দায়িত্ব নিতে রাজি নন। তার বদলে নতুন কোচ হিসেবে রিকি পন্টিং-জাস্টিন ল্যাঙ্গারদের নাম জোরেশোরে শোনা গিয়েছিল। তবে শেষপর্যন্ত তাদের কোচ হওয়ার ব্যাপারে সব গুঞ্জন উড়িয়ে দিলেন জয় শাহ।
ভারতীয় ক্রিকেটের শীর্ষ এই কর্তার বক্তব্য, ‘আমি বা বিসিসিআইয়ের কেউই কোচ হওয়ার প্রস্তাব নিয়ে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কাছে যাইনি। কিছু গণমাধ্যম এই নিয়ে যেসব মন্তব্য প্রচার করছে, তা নিশ্চিতভাবেই অসত্য।’
ভারতীয় কোচ নিয়োগ প্রক্রিয়া নিয়ে জয় শাহর দাবি, ‘আমাদের জাতীয় দলের জন্য সঠিক কোচ খুঁজে পাওয়া বেশ সূক্ষাতিসূক্ষ এবং লম্বা প্রক্রিয়া। আমরা এমন একজনের সন্ধানে রয়েছি, যে কিনা ভারতীয় ক্রিকেটের গঠনকাঠামো নিইয়ে বিস্তারিত জ্ঞান রাখেন। একইসঙ্গে ধাপে ধাপে কোচিং জগতে উঠে এসেছেন।’
তবে জয় শাহ সবচেয়ে বেশি জোর দিচ্ছেন ভারতের ঘরোয়া ক্রিকেট নিয়ে বিস্তারিত জানাশোনার দিকে। মূলত এটিকেই ভারতের কোচ হওয়ার প্রধান মাপকাঠি হিসেবে ভাবছে বিসিসিআই। তার মতে, ঘরোয়া ক্রিকেট সম্পর্কে বিশদ ধারণা থাকলেই ‘ভারতের ক্রিকেটকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া সম্ভব।’
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১