মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি : জোনায়েদ সাকি

প্রকাশিত:শনিবার, ২৫ মে ২০২৪ ০২:০৫

মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি : জোনায়েদ সাকি

নিউজ ডেস্ক: শনিবার (২৫ মে) বিকেলে খুলনা উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শাসক ও শাসন ব্যবস্থার পরিবর্তন লক্ষ্যে গণতন্ত্র মঞ্চের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, সাবেক সেনা প্রধান, সাবেক পুলিশ প্রধানের দুর্নীতি ও দুর্বৃত্তায়ন এবং সরকারদলীয় এমপির নৃশংসভাবে হত্যাকাণ্ডের দায়দায়িত্ব সরকার ও সরকারি দলের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। দমন করে শাসন করতে গিয়ে সরকারের ভেতর ও বাইরে অসংখ্য অপরাধীর জন্ম দেওয়া হয়েছে। সরকার ও সরকারি দল আজ এইরকম শত শত তারকা অপরাধীদের প্রধান আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে জন ম্যান্ডেটহীন ডামি সরকারকে বিদায় দেওয়া ছাড়া আর কোনো পথ নেই।

প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন গণতন্ত্র মঞ্চ খুলনা জেলা ও মহানগরের আহ্বায়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির খুলনা মহানগর সভাপতি খান লোকমান হাকিম এবং সঞ্চালনা করেন গণতন্ত্রের মঞ্চ খুলনা জেলা ও মহানগরের সদস্য সচিব ও গণসংহতি আন্দোলন খুলনা জেলার আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল। সভায় বক্তব্য দেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাড. হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা শহীদ উদ্দীন মাহমুদ স্বপন ও নাগরিক ঐক্যের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহিদুজ্জামান মহিদ। প্রতিনিধি সভায় খুলনা বিভাগের বিভিন্ন জেলার প্রতিনিধিরা অংশ নেন।

এ সংক্রান্ত আরও সংবাদ