৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বুধবার, ২৯ মে ২০২৪ ০১:০৫
নিউজ ডেস্ক: আজ (বুধবার) সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বার্সেলোনা। তারা জানিয়েছে, বার্সেলোনা ও কোচ হ্যান্সি ফ্লিকের যৌথ সম্মতিতে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি সম্পন্ন হয়েছে। নতুন কোচ হিসেবে তিনি চুক্তি স্বাক্ষর করেছেন ক্লাবের সভাপতি হুয়ান লাপোর্তা, সহ-সভাপতি রায়া যুস্তে ও স্পোর্টস ডিরেক্টর ডেকোর উপস্থিতিতে।
বার্সার কোচ হওয়ার প্রতিক্রিয়ায় ফ্লিক বলেছেন, ‘মহান এই ক্লাবের কোচ হতে পারা আমার জন্য অনেক সম্মানের। তার (সভাপতি লাপোর্তা) দর্শনও আমার সঙ্গে মিল রয়েছে, খেলায় আধিপত্য কিংবা আক্রমণাত্মক মনোভাবের দিক থেকেও। বার্সার হয়ে নতুন এই যাত্রা শুরু করতে পেরে আমি খুশি।’
🎙 Les premiers mots de Hansi Flick en tant qu'entraîneur du Barça : "C'est un honneur de pouvoir entraîner ce grand Club. Sa philosophie est la même que la mienne, avec un jeu de possession et offensif. Je suis heureux de commencer l'aventure ici. Visca el Barça" pic.twitter.com/mDfdLootkS
— FC Barcelona (@fcbarcelona_fra) May 29, 2024
এর আগে বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিসহ ট্রেবল জিতেছিলেন ফ্লিক। চ্যাম্পিয়ন্স লিগ জেতার পথে বার্সেলোনাকে তার দল হারায় ৮–২ ব্যবধানে। বায়ার্নে সাফল্যের সুবাদে উয়েফার বর্ষসেরা কোচের পুরস্কার জেতেন ফ্লিক, যা পরে তাকে জার্মানি জাতীয় দলের পথেও এগিয়ে দেয়। টানা আট জয়ে জার্মান অধ্যায় শুরু করলেও শেষটা ভালো হয়নি। ২৫ ম্যাচে তার অধীনে জার্মানি জয় পেয়েছিল ১২ ম্যাচে।
কাতার বিশ্বকাপে ব্যর্থতার জেরে জার্মান জাতীয় দলের দায়িত্ব থেকে বরখাস্ত হয়েছিলেন ফ্লিক। মাঝে ৯ মাস বেকার থাকার পর ফ্লিক আবারও ফিরলেন ক্লাব ফুটবলে। তার নতুন যাত্রাটা হচ্ছে বার্সেলোনার ডাগআউটে। এর আগে এফসি ভিক্টোরিয়া বামেন্টাল দিয়ে ১৯৯৬ সালে কোচিং ক্যারিয়ার শুরু হয় এই জার্মান টেকটিশিয়ানের। পরবর্তীতে তিনি হফেনহেইম, সালজবুর্গ ক্লাবের হয়েও কাজ করেছেন। ২০১৯ সালে বায়ার্ন মিউনিখের সহকারী কোচ হিসেবে যোগ দেওয়ার এক মাস পরই ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পান।
এদিকে, জাভির অধীনে চলতি মৌসুমে লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগে হতাশ করেছে বার্সেলোনা। তবুও তাকে ২০২৫ সাল পর্যন্ত রেখে দেওয়ার ইচ্ছা ছিল বার্সার, কিন্তু অসঙ্গতিপূর্ণ মন্তব্যের জেরে সেই সম্পর্কে চিড় ধরেছে! অথচ গত জানুয়ারিতে জাভি মৌসুম শেষে বার্সেলোনা কোচের চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তাকে ২০২৫ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত থেকে যেতে অনুরোধ করে। পরবর্তীতে জাভি বার্সার আর্থিক সংকট নিয়ে প্রকাশে মন্তব্য করলে, ক্লাব তার বিষয়ে ইউটার্ন নিয়ে বরখাস্তের পথে হাঁটে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১