৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শুক্রবার, ৩১ মে ২০২৪ ০৩:০৫
নিউজ ডেস্ক: রোহ সো-ইয়ংয়ের সঙ্গে ৩৫ বছরের সংসার দক্ষিণ কোরিয়ার ধনকুবের চেই তায়ে-ওনের। তবে একপর্যায়ে ফাঁস হয়ে যায়, তিনি তাঁর প্রেমিকার সন্তানের বাবা। এর জেরে রোহের সঙ্গে সংসার ভেঙে যায় চেইয়ের। বিবাহবিচ্ছেদ মীমাংসার বিষয়টি গড়ায় আদালতে।
গতকাল বৃহস্পতিবার সিউল হাইকোর্ট রোহকে ১০০ কোটি ডলার নগদ পরিশোধের আদেশ দেন, যা দক্ষিণ কোরিয়ার মুদ্রায় ১ দশমিক ৩৮ ট্রিলিয়ন ওন (এক ট্রিলিয়ন সমান এক লাখ কোটি)। আদেশে আদালত বলেন, চেইয়ের সম্পদের একটি অংশের মালিকানাও পাবেন রোহ।
প্রায় ১০ বছর আগে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়। অবশেষে হাইকোর্ট গতকাল এই রায় দিলেন। দেশটিতে এটিই সবচেয়ে বেশি অর্থ পরিশোধের মাধ্যমে বিবাহবিচ্ছেদ মীমাংসার ঘটনা।
প্রভাবশালী এসকে গ্রুপের চেয়ারম্যান চেইয়ের আইনজীবী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আদালত রোহের একপক্ষীয় দাবিকে বাস্তব ধরে নিয়ে এই আদেশ দিয়েছেন।
অবশ্য ২০২২ সালে নিম্ন আদালতের দেওয়া আদেশে রোহকে ৬ হাজার ৬৫০ কোটি ওন পরিশোধ করতে বলা হয়েছিল। তবে হাইকোর্টের আদেশে এ অর্থের পরিমাণ অনেক বাড়ানো হয়েছে। এ ছাড়া চেইয়ের সম্পদে রোহের মালিকানার আবেদনও ওই সময় নাকচ করে দিয়েছিলেন পারিবারিক আদালত।
তবে সম্পদের মালিকানার বিষয়ে নিম্ন আদালতের আদেশ নাকচ করে দিয়ে হাইকোর্ট বলেছেন, এটা যৌথ সম্পদ হিসেবে বিবেচনা করা উচিত। রায়ে বলা হয়, এসকে গ্রুপ এবং চেইয়ের ব্যবসায়িক কর্মকাণ্ডের আর্থিক মূল্য বৃদ্ধির ক্ষেত্রে স্ত্রী হিসেবে রোহের ভূমিকা ছিল-এমন দাবি যৌক্তিক মনে করেন আদালত।
আদালতের দেওয়া হিসাব অনুযায়ী, চেইয়ের সম্পদের পরিমাণ ৪ ট্রিলিয়ন ওন। রোহ ও এই দম্পতির তিন সন্তান সম্পদের ৩৫ শতাংশের মালিকানা পাবেন।
রোহ দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোহ তায়ে-উর মেয়ে। আদালত বলেছেন, চেইয়ের ব্যবসার ক্ষেত্রে আইনি বাধাবিপত্তি এড়াতে সাহায্য করেছিলেন রোহ আর এসকে গ্রুপের সাবেক চেয়ারম্যানের চেই জং-হিয়নকে নানাভাবে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে সাবেক প্রেসিডেন্টের ভূমিকা ছিল।
আদালত আরও বলেছেন, বিচার চলাকালে নিজের আচরণের জন্য চেইয়ের মধ্যে কোনো অনুশোচনার চিহ্ন দেখা যায়নি, এক বিয়ের সংস্কৃতির প্রতিও তিনি সম্মান দেখাননি। নিজের সাবেক স্বামীর বিয়েবহির্ভূত সম্পর্কের কারণে রোহের মর্মপীড়ার বিষয়টি আমলে নিয়ে নতুন করে এ রায় দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১