সরকার কয়েক হাজার আজিজ–বেনজীর তৈরি করেছে: এবি পার্টি

প্রকাশিত:শুক্রবার, ৩১ মে ২০২৪ ০৩:০৫

সরকার কয়েক হাজার আজিজ–বেনজীর তৈরি করেছে: এবি পার্টি

নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সরকার কয়েক হাজার আজিজ আহমেদ ও বেনজীর আহমেদ তৈরি করেছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি। দলটি বলছে, অবৈধ সম্পদ অর্জনের সুযোগ দেওয়ার বিনিময়ে তাঁদের কাছ থেকে অসাংবিধানিক ও অবৈধ কাজ করিয়ে নিয়েছে সরকার। অবিলম্বে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তার করতে হবে।

রাজধানীর বিজয়নগরে আজ শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন এবি পার্টির নেতা–কর্মীরা। বিক্ষোভ মিছিল শুরুর আগে বিজয়নগরের বিজয়-৭১ চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ পদে থেকে অপরাধ করেছেন। তাঁকে সেনা আইন ও ফৌজদারি দুই আইনেই বিচারের আওতায় আনতে হবে। আর বেনজীর আহমেদের শুদ্ধাচার সনদ প্রত্যাহারের দাবি জানান তিনি।

প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে মন্ত্রী, সংসদ সদস্য, সব বাহিনী প্রধান, আমলা, শীর্ষ ব্যবসায়ী ও শিল্পপতির সম্পদের তালিকা শ্বেতপত্র আকারে প্রকাশের বাধ্যবাধকতা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এখতিয়ারে রাখার দাবি জানান সোলায়মান চৌধুরী।

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, দুর্নীতির দায়ে বেনজীর-আজিজের বিচার করা হবে। ওবায়দুল কাদের যখন এ কথা বলছেন, তাহলে বুঝতে হবে এর আড়ালে অনেক বড় ঘটনা ঘটতে যাচ্ছে।

দলের সদস্যসচিব মজিবুর রহমান বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার কয়েক হাজার বেনজীর ও আজিজ তৈরি করেছে। আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী প্রধান শক্তি।

দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান, সিনিয়র সহকারী সদস্যসচিব আব্দুল বাসেত ও মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে তা সেগুনবাগিচা, কাকরাইল, নয়াপল্টন, বিজয়নগর, পল্টনসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।