ঢাকায় নয় সাবিনাদের সাফ কাঠমান্ডুতে

প্রকাশিত:সোমবার, ০৩ জুন ২০২৪ ১১:০৬

ঢাকায় নয় সাবিনাদের সাফ কাঠমান্ডুতে

নিউজ ডেস্ক: সাফ নারী চ্যাম্পিয়নশীপে স্বাগতিক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল বাফুফে। সাফও বাংলাদেশের ব্যাপারে প্রাথমিকভাবে ইতিবাচক ছিল। স্টেডিয়াম সমস্যা বাংলাদেশকে পিছিয়ে নেয়। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার এখনো চলছেই। বাফুফে কিংস অ্যারেনা বিকল্প ভেন্যু হিসেবে উপস্থাপন করলেও সাফ নেপালের দশরথ স্টেডিয়ামকেই বেছে নিয়েছে।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ভেন্যু নির্ধারণ সম্পর্কে বলেন, ‘এই টুর্নামেন্টে সাতটি দেশই অংশগ্রহণ করবে। ভিসা, বিমান টিকিট, স্টেডিয়ামে সাফের কর্তৃত্ব সামগ্রিক সব বিবেচনা করেই নেপালের দশরথকে বেছে নেয়া হয়েছে।’ বাংলাদেশ ও নেপালের পাশাপাশি ভুটানও আগ্রহী ছিল স্বাগতিক হতে। ভুটানে প্রতি দিন সব দেশ থেকে ফ্লাইট নেই এই জটিলতায় সাফ বড় টুর্নামেন্ট সেখানে দিতে সাহস পায়নি।

সাফ নারী চ্যাম্পিয়নশীপের ড্র ফরম্যাটও আজকের সভায় অনুমোদন হয়েছে। ৮ জুন ঢাকায় সাফের কংগ্রেস অনুষ্ঠিত হবে। সেই কংগ্রেস শেষে নারী সাফের পাশাপাশি আরো দুটি বয়স ভিত্তিক টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে।

সর্বশেষ নারী সাফ কাঠমান্ডুর দশরথেই অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে। বাংলাদেশ স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হয়। তাই বাফুফে এবার বাংলাদেশে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে বেশ আগ্রহী ছিল। স্টেডিয়াম সংকটে শেষ পর্যন্ত পারেনি। সাফ নারী চ্যাম্পিয়নশীপের অভিষেক আসর অবশ্য বাংলাদেশেই হয়েছিল ২০১০ সালে কক্সবাজারে। বাংলাদেশে এই টুর্নামেন্টে একবার চ্যাম্পিয়ন ও একবারের রানার্স আপ।