৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ০৪ জুন ২০২৪ ০১:০৬
নিউজ ডেস্ক: দুয়ারে কড়া নাড়ছে কোপা আমেরিকা ২০২৪। আগামী ২১ জুন শুরু হবে দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবলের শ্রেষ্ঠত্বের এ লড়াই। যেখানে শিরোপা ধরে রাখার অভিযান নিয়ে খেলতে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২১ সালে ব্রাজিলে আয়োজিত কোপা আমেরিকায় স্বাগতিকদের হারিয়ে শিরোপা জিতেছিলেন লিওনেল মেসিরা। কোপা আমেরিকার শিরোপা জিতেই মূলত দুর্দান্ত এক বিশ্বকাপের পথে চূড়ান্ত যাত্রা শুরু করেছিল ‘আলবিসেলেস্তা’রা।
এবার আরও একটি কোপা আমেরিকার শিরোপা সামনে রেখে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। গতকাল দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন মেসিও। একই দিন মেসি ছাড়াও অনুশীলনে এসেছেন আনহেল দি মারিয়া ও হুলিয়ান আলভারেজের মতো একাধিক বিশ্বজয়ী তারকা।
মূল লক্ষ্য কোপা আমেরিকা হলেও আপাতত দলটির চোখ দুটি প্রীতি ম্যাচের দিকে। ১০ জুন ইকুয়েডর এবং ১৫ জুন গুয়াতেমালার বিপক্ষে ম্যাচ দুটি দিয়েই মূলত কোপা আমেরিকার চূড়ান্ত প্রস্তুতি সারবে আর্জেন্টিনা। এরই মধ্যে মায়ামিতে কোচ লিওনেল স্কালোনির অধীনে অনুশীলনে ঘাম ঝরাতে শুরু করেছেন স্কোয়াডে থাকা বেশির ভাগ খেলোয়াড়। প্রাথমিকভাবে স্কালোনি ২৯ জনের দল ঘোষণা করলেও পরবর্তী সময়ে ৩ জনকে বাদ দিয়ে ২৬ জনে নামিয়ে আনা হবে চূড়ান্ত স্কোয়াড।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রকাশিত ভিডিওতে মেসি–এনজো ফার্নান্দেজ–রদ্রিগো দি পলদের অনুশীলনে কঠোর পরিশ্রম করতে দেখা গেছে। এ সময় অনুশীলনে খুঁটিনাটি পর্যবেক্ষণ করতে দেখা গেছে কোচ স্কালোনি ও সহকারী কোচ রবার্তো আয়ালাকে। মনোযোগী অনুশীলনের পাশাপাশি অবশ্য আর্জেন্টিনা দলের সদস্যদের বেশ খুনসুটি করতেও দেখা গেছে। ভিডিওতে গোলকিপিং অনুশীলনের ফাঁকে মজা করে নাচতে দেখা যায় গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে ইন্টার মায়ামির মাঠে আগামী শুক্রবার পর্যন্ত অনুশীলনে ব্যস্ত সময় পার করবে আর্জেন্টিনা। এরপর শনিবার তারা শিকাগোর উদ্দেশে রওনা দেবে।
https://twitter.com/Argentina?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1797798593400889651%7Ctwgr%5E93d7cb9710606dbf679e4855830ce7d8eb91d6e3%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.prothomalo.com%2Fsports%2Ffootball%2Fse6skt7fw8
রোববার ভোর ৫টায় শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের মুখোমুখি হবেন মেসিরা। এরপর ২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ২৬ জুন চিলির বিপক্ষে এবং ৩০ জুন পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচ দুটি খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১