মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ঈদের পর মাঠে নামছে ১৪ দল

প্রকাশিত:মঙ্গলবার, ০৪ জুন ২০২৪ ০১:০৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ঈদের পর মাঠে নামছে ১৪ দল

নিউজ ডেস্ক: ঈদের পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানা কর্মসূচি নিয়ে মাঠে নামবে ১৪ দল। এই কর্মসূচি থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে নানা পরামর্শ দেওয়া হবে বলে জানিয়েছেন ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে রাজধানীর নিউ ইস্কাটনে নিজ বাসায় ১৪ দলীয় জোটের সভা শেষে তিনি এ কথা জানান।

আমির হোসেন আমু বলেন, ১৪ দল সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আদর্শ দল হিসেবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করে যাবে। আগামীতেও ১৪ দল একত্রে কাজ করে যাবে, দল একত্রিত আছে, থাকবে।

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রসঙ্গে তিনি বলেন, বেনজীরের বিরুদ্ধে তদন্ত চলমান আছে। তার বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে।