৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ০৪ জুন ২০২৪ ০১:০৬
নিউজ ডেস্ক: মে মাসের শুরুতে আবুধাবিতে ইতিহাস গড়ে ফেলেছে স্কটল্যান্ড। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ করে নিয়েছে তারা, সামনের অক্টোবরে বাংলাদেশে আসবে দলটি। এতটুকু পড়ে একটু ধোঁয়াশায় পড়ে যেতে পারেন। সেটি দূর করে দিই। বলা হচ্ছিল স্কটল্যান্ড নারী দলের কথা।
পুরুষ দল অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে মোটামুটি নিয়মিত। প্রথম দুই আসরে খেলা দলটি বিশ্বকাপে ফেরে ২০১৬ সালে। এবার হতে যাচ্ছে স্কটিশ পুরুষ দলের টানা চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এখন পর্যন্ত ২০ ওভারের বিশ্বকাপে স্কটল্যান্ডের সবচেয়ে স্মরণীয় আসর ২০২১ সালে। সেবার প্রথম পর্বে বাংলাদেশকেও হারিয়ে দিয়েছিল দলটি, যদিও সুপার টুয়েলভে হেরেছিল সব কটি ম্যাচ। গতবার তাদের একমাত্র জয়টি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মানে স্কটল্যান্ডের নজর থাকে যেন বড় শিকারের দিকেই!
তবে দেশটির ক্রিকেট–কাঠামো এমন, বিশ্বকাপেও তাদের তাকিয়ে থাকতে হয় ইংল্যান্ডের কাউন্টি দলগুলোর দিকে! স্কটল্যান্ডের বেশ কয়েকজন কাউন্টি দলগুলোর গুরুত্বপূর্ণ সদস্য, সব সময় তাই জাতীয় দলের হয়ে খেলার ‘ছাড়পত্র’ পান না তাঁরা। এবারও যেমন প্রাথমিক দল অনুযায়ী সমারসেট পেসার অভিজ্ঞ জশ ডেভিকে পাচ্ছে না স্কটল্যান্ড। তবে জাতীয় দলে ফিরেছেন ডারহামের ব্যাটসম্যান মাইকেল জোন্স ও হ্যাম্পশায়ার পেসার ব্র্যাড হুইল।
টানা তৃতীয় বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেতৃত্ব দেবেন রিচি বেরিংটন। বিশ্বকাপ শুরুর দিন ১৫ আগেও আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সহযোগী দেশগুলোর মধ্যে শীর্ষে ছিল স্কটল্যান্ড (১২)। বিশ্বকাপে গিয়ে নতুন কোনো ইতিহাস কি গড়তে পারবে দলটি!
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১