কোথায় পাওয়া যাবে বাজেট

প্রকাশিত:বুধবার, ০৫ জুন ২০২৪ ১১:০৬

কোথায় পাওয়া যাবে বাজেট

বাণিজ্য ডেস্ক: ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপন হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। টানা চতুর্থ মেয়াদে গঠিত সরকারের প্রথম বাজেট এটি। অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীরও প্রথম বাজেট এটি। বৃহস্পতিবার বেলা তিনটায় তিনি প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বাজেট অধিকতর অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট এবং জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট -এ বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল পাওয়া যাবে। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এসব দলিল পাঠ ও ডাউনলোড করতে পারবে। এ ছাড়া দেশ ও বিদেশ থেকে যে কেউ বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ দিতে পারবেন। budgetfeedback@finance.gov.bd ই-মেইলের মাধ্যমে মতামত ও সুপারিশ দেওয়া যাবে।

বাজেট উপস্থাপনের পরদিন অর্থাৎ শুক্রবার ৭ জুন বেলা তিনটায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট–উত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।