৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বুধবার, ০৫ জুন ২০২৪ ১০:০৬
নিউজ ডেস্ক: মঙ্গলবার (৪ জুন) বিকালে চাঁদপুরের হাজীগঞ্জে জিয়ার রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্যে তিনি একথা বলেন।
গয়েশ্বর বলেন, জিয়া এই দেশের সন্তান ছিলেন। তারেক জিয়া এই দেশের সন্তান। যেদিন দেশে তারেক রহমান আসবে, সেদিন যে ঝড় উঠবে, আর সে দিন কে কোন দিকে যাবেন পথ খুঁজে পাবেন না।
তিনি বলেন, দেশে একজন পুলিশ (সাবেক পুলিশ প্রধান বেনজীর) কত টাকা বেতন পায়? কিন্তু তার হাজার হাজার কোটি টাকা কোথায় থেকে আসে। এই টাকার উৎস কি? কোথায় থেকে কিভাবে আসে, এসব কি সরকার জানে না? জনগণকে আর ধোঁকা দেওয়া যাবে না। জনগণের মনে যে আগুন জ্বলছে, তা নেভাতে পারবেন না। তাই দ্রুত সরে যান।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো.সেলিম ভূঁইয়া, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল উদ্দিন চৌধুরী, কাজী রফিক, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক রাজিউর রহমান রাজিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম রহিম পাটওয়ারী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১