৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শনিবার, ০৮ জুন ২০২৪ ১০:০৬
নিউজ ডেস্ক: কাতারের দোহায় বাংলাদেশের অনেক প্রবাসী বসবাস করেন। বাংলাদেশ ফুটবল দলকে অভ্যর্থনা জানাতে তারা বিমানবন্দরে উপস্থিত হন। অধিনায়ক জামাল ভুইয়া সহ বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে ছবি তোলেন। ফুল দিয়ে দলকে শুভেচ্ছা জানান।
বাংলাদেশ দল এই মুহূর্তে হোটেলে অবস্থান করছে। আজ (শনিবার) হোটেলে জিম করবে। এরপর বাংলাদেশ সময় রাত নয়টায় ভ্রমণ ক্লান্তি কাটাতে রিকভারি সেশন হবে। আগামীকাল থেকে মুলত পুর্নাঙ্গ অনুশীলন হবে জামালদের।
বাংলাদেশ দল ১১ জুন লেবাননের বিপক্ষে দোহায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে। যুদ্ধ বিধ্বস্ত লেবানন নিজেদের দেশে খেলা আয়োজন করতে পারে না। তাই নিরপেক্ষ ভেন্যু কাতারে তাদের হোম ম্যাচ আয়োজন করছে। দুই দলের প্রথম লেগ কিংস অ্যারেনায় ১-১ গোলে ড্র ছিল।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১