২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই অক্টোবর, ২০২৫ ইং
প্রকাশিত:শনিবার, ০৮ জুন ২০২৪ ১০:০৬
নিউজ ডেস্ক: টুর্নামেন্টে বিভিন্ন দেশের প্রবাসীদের নিয়ে আট গ্রুপে মোট ৪০ দল অংশগ্রহণ করে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ভারতের দুটি দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। ফাইনালে এপি এক্সআই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, তারা প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে। জবাবে চেন্নাই ফায়ার বয়েস ১৭ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
খেলা শেষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সরওয়ার্দী সারোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিজনেস কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আজিজ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা হোসেন আহমদ আজিজ, কুয়েত বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনসহ সংগঠনের নেতারা। এসময় বিভিন্ন দলের খেলোয়াড় এবং বাংলাদেশ ও ভারতের প্রবাসীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১