রংপুরে বাস ও থ্রি–হুইলার সংঘর্ষ, কলেজ শিক্ষকসহ নিহত ৩

প্রকাশিত:শনিবার, ০৮ জুন ২০২৪ ১০:০৬

রংপুরে বাস ও থ্রি–হুইলার সংঘর্ষ, কলেজ শিক্ষকসহ নিহত ৩

নিউজ ডেস্ক: রংপুরের গঙ্গাচড়ার গঞ্জিপুর এলাকায় বাস ও থ্রি–হুইলারের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গঙ্গাচড়া উপজেলার রংপুর-তিস্তা ব্যারাজ সড়কের গঞ্জিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহত সবাই থ্রি–হুইলারের যাত্রী ছিলেন।

তারাগঞ্জ হাইওয়ে থানার দায়িত্বে নিয়োজিত পরিদর্শক (এসআই) খান শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে গঙ্গাচড়ার গঞ্জিপুর এলাকার চেয়ারম্যান মোড়ে বাস ও থ্রি–হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

নিহত তিনজন হলেন নীলফামারীর কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক দীপা রানী (৩৯), রিমু আক্তার (২৪) ও অজ্ঞাতনামা এক পুরুষ। দীপা রানী ও রিমুর বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ এলাকায়। তাঁদের লাশ রংপুর মেডিকেলে কলেজের মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর লাশ তারাগঞ্জ হাইওয়ে থানায় আছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে। বাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। বাসচালক পলাতক।

এ সংক্রান্ত আরও সংবাদ