৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:সোমবার, ১০ জুন ২০২৪ ১২:০৬
নিউজ ডেস্ক: চরম ব্যাটিং–ব্যর্থতায় নিউইয়র্কে গতকাল ভারতের কাছে ম্যাচটি হেরেছে পাকিস্তান। নাসিম শাহ–মোহাম্মদ আমিরদের দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ১১৯ রানে আটকে রেখেছিল পাকিস্তান। এই রান তাড়া করতে নেমে একটা সময়ে খুব ভালো অবস্থানে ছিল তারা। ১২.১ ওভারে ২ উইকেটে তুলে ফেলেছিল ৭৩ রান।
এখান থেকেই যেন কী থেকে কী হয়ে গেল পাকিস্তানের! পরের বলে মোহাম্মদ রিজওয়ান বোল্ড হয়ে গেলেন জশপ্রীত বুমরার বলে। রিজওয়ানের আউটের পর উইকেটে আসেন ইমাদ। সেই সময় ৪৬ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৭ রান। হাতে ছিল ৭ উইকেট।
সেই সময়টায় ইমাদ শুরু করেন টুকটুক ব্যাটিং। মুখোমুখি হওয়া প্রথম ৪ বলে কোনো রানই নিতে পারেননি পাকিস্তানের স্পিনিং অলরাউন্ডার। শেষ পর্যন্ত ২০তম ওভারের প্রথম বলে অর্শদীপ সিংকে উইকেট দেওয়ার আগে ২৩ বলে ১ চারে করেন ১৫ রান।
ম্যাচ শেষে পাকিস্তানের হারের জন্য ইমাদের ৬৫.২১ স্ট্রাইক রেটের এই ইনিংসটিকেই দায় দিলেন দলটির সাবেক অধিনায়ক সেলিম মালিক। ইমাদকে দুষতে গিয়ে অন্য রকম এক ইঙ্গিতই দিয়েছেন মালিক, ‘ইনিংসটির দিকে তাকান, দেখে তো মনে হয়েছে সে রান–তাড়ায় সবকিছু কঠিন করে তুলতে সে বল নষ্ট করেছে’— টুয়েন্টিফোর নিউজ চ্যানেলকে মালিকের বলা কথায় দলের মধ্যে ঝামেলার ইঙ্গিত স্পষ্ট।
অন্যদিকে পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেছেন, ‘একজন অধিনায়ক সবাইকে একত্রিত করবে। হয় সে দলের পরিবেশ নষ্ট করবে, নয়তো দল গঠন করবে। বিশ্বকাপটা শেষ হতে দিন, আমি খোলাখুলিভাবে সবকিছু বলব।’
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১