নয়াপল্টনে র‍্যাবের অভিযানে ৩০ হাজার সিম ও ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

প্রকাশিত:সোমবার, ১০ জুন ২০২৪ ১০:০৬

নয়াপল্টনে র‍্যাবের অভিযানে ৩০ হাজার সিম ও ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

নিউজ ডেস্ক: এসময় অবৈধ ভিওআইপি সরঞ্জাম স্থাপনের মাধ্যমে বাংলাদেশ থেকে বহির্বিশ্বে টেলিযোগাযোগের ব্যবসা করার অভিযোগে মো. সাইফুল ইসলাম ও আব্দুর রহিম রাজকে (৩৮) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (৯ জুন) রাতে খিলগাঁও ও সোমবার (১০ জুন) সকালে পল্টনের একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব।

পল্টনের অভিযানে ৫১২ পোর্টের ৩টি সিমবক্স, ২৫৬ পোর্টের ৫টি সিমবক্স, ১২৮ পোর্টের ৫টি সিমবক্স, ১৬ পোর্টের ৩টি সিমবক্স, ৫টি ওয়ারলেস রাউটার, ৬টি সুইচ, ২৫টি জিএসএম এন্টিনা, ৩টি মিনি পিসি, ৩টি মিডিয়া কনভার্টার, ১টি এসএসডি হার্ড ডিস্ক, ১টি ল্যাপটপ, ১টি সিপিও, ২টি পাওয়ার ক্যাবল, ২টি ইউএসবি ক্যাবল, ২টি চার্জার, ২টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির প্রায় ৩০ হাজার সিমকার্ড, ১টি মাইক্রোটিক রাউটার, ৫টি পেনড্রাইভ ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

অভিযান শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর।