৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ১০:০৬
নিউজ ডেস্ক: তারই ধারাবাহিকতায় এবার মেকআপ রুমে স্নিগ্ধ, সতেজ এক ফারিয়ার দেখা পেয়েছেন ভক্তরা। বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পেজে তিনটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। যেখানে ফারিয়ার চেহারায় ‘গ্লো’ স্পষ্ট ছিল।
ছবিগুলো প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, নির্দ্বিধায় আমার ত্রুটিগুলোর মাঝে জুম করুন। তোমাকে স্বাগতম।
কেউ লিখেছেন, ‘অ্যাঞ্জেলিনা জলির মতো লাগছে।’ কারো মন্তব্য, ‘আন্ডাররেটেড অভিনেত্রী, তাকে নিয়ে আরও বেশি সিনেমা হওয়া উচিত ছিল।’
কয়েকদিন আগেই ভারতের গুজরাটের একটি বিশ্ববিদ্যালয়ের গুডউইল অ্যাম্বাসেডর হয়েছেন ফারিয়া। এরপর দেশের বাইরে বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন তিনি। বর্তমানে কানাডাতে অবস্থান করছেন অভিনেত্রী।
নুসরাত ফারিয়াকে সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ দেখা গেছে। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১