সেই স্টাম্পে লাথি মারা নিয়ে মুখ খুললেন সাকিব

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ১০:০৬

সেই স্টাম্পে লাথি মারা নিয়ে মুখ খুললেন সাকিব

নিউজ ডেস্ক: ২০২১ সালে ডিপিএলে সাকিব আল হাসান খেলেছিলেন মোহামেডানের হয়ে। সেই মৌসুমে আবাহনীর বিপক্ষে একটি ম্যাচে আম্পায়ারের ওপর ক্ষুদ্ধ হয়ে স্টাম্পে লাথি মেরেছিলেন সাকিব। যা নিয়ে সে সময় তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। এবার সেই লাথি কাণ্ড নিয়ে মুখ খুললেন টাইগার এই অলরাউন্ডার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে বঙ্গ বিডির ‘সাকিব আল হাসান, বিশ্বকাপ স্পেশাল’ শোতে এ বিষয়ে তিনি বলেন, ‘যেটা হয়েছে (স্টাম্পে লা’থি মারা) অবশ্যই আইডিয়াল কিছু না, না হওয়াই উচিত ছিল। তবে একদম হিট অব দ্য মোমেন্ট। কোনো কিছু চিন্তা করে না, কোনো ইয়ে.. থেকে না। আম্পায়ার যখন আউট দেয়নি, আমি তো আপিল করেছিলাম। নরমালি মাটিতে কিক করি আমি মাঝে মাঝে। সামনের ওপর স্টাম্পটা পড়ছে। স্টাম্প থেকে দূরে থাকলে মাটিতেই কিকটা হত, স্টাম্পে লেগে গেছে। জিনিসটা এমনই, এখন দেখলে হাসিই আসে।’

এদিকে গেল ওয়ানডে বিশ্বকাপের আগে এক আগুনঝরা সাক্ষাৎকার দিয়েছিলেন সাকিব। তবে কী সেটি কাউকে বার্তা দেওয়ার জন্য ছিল এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘না, আমি কাউকে কোনো বার্তা দেওয়ার জন্য সাক্ষাৎকার দেইনি। এটা অবশ্যই স্বতঃস্ফূর্ত ছিল। আমার কাছে মনে হয়েছিল যে, বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে সবকিছু পরিষ্কার করে যাওয়া ভালো। যাতে করে মানুষ জানে কী হয়েছে এবং কী কারণে এমন পরিস্থিতি তৈরি হলো।’

তামিমের সাথে সম্পর্কটা ঠিক করতে চেয়েছিলেন কি না কখনো এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘এখানে ঠিক-ভালোর কিছু নেই। আমরা যত দিন খেলেছি একসঙ্গে, ড্রেসিংরুম যত দিন ভাগ করেছি, দলের ক্ষতি হোক কিংবা ক্ষতি হবে, এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না। যাদের যতটা অবদান রাখার প্রয়োজন ছিল তা কথা বলেই হোক, না বলেই হোক, কোনো জায়গাতেই এখানে কখনও সমস্যা ছিল না।’