৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:শুক্রবার, ১৪ জুন ২০২৪ ০২:০৬
নিউজ ডেস্ক: শুক্রবার (১৪ জুন) বিকেলে গাবতলী পশুর হাটে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে। বিক্রেতারা জানান, হাটে ক্রেতাদের ভিড় বাড়ছে। তবে এখনো সেভাবে পশু বেচাবিক্রি শুরু হয়নি।
সরেজমিনে দেখা গেছে, বিশাল আকৃতির দুইটি উট এবার গাবতলীর বাজারে আনা হয়েছে। যা দেখতে ছোট-বড় সবাই ভিড় করছে। সাধারণ মানুষের ভিড়ে আবার অন্য ব্যবসায়ীদের সমস্যার কথাও জানান কেউ কেউ। তবে দুইটি উট এবার গাবতলীতে আনা হলেও এখনো একটিও বিক্রি হয়নি।
আগামী দুইদিনের মধ্যে উট দুটি বিক্রি হবে বলে আশা ব্যবসায়ীর।
গাবতলী হাটে মহিষ ব্যবসায়ী ইদ্রিস বলেন, আমাদের মহিষের ক্রেতা কম। তবে কিছু কিছু ক্রেতা আসা শুরু হয়েছে। কারণ, গরুর তুলনায় মহিষের দাম কম। আমি ইতোমধ্যে দুইটি মহিষ বিক্রি করেছি। একটি ছোট আরেকটি বড় আকৃতির। তবে আগামী দুইদিনে আরও বেশি ক্রেতা সমাগম বাড়লে সবগুলোই বিক্রি করে ফেলতে পারব।
তিনি বলেন, আমি যে দুইটা মহিষ বিক্রি করেছি সেগুলোর প্রায় ২১ থেকে ২২ মন মাংস হবে। কিন্তু বিক্রি করেছি মাত্র ৫ লাখ টাকায়।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১