৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শনিবার, ১৫ জুন ২০২৪ ০৯:০৬
নিউজ ডেস্ক: শনিবার (১৫ জুন) বাজুসের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত বুধবার পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি পাঠায় দেশের সোনার অলংকার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
চিঠিতে বাজুসের পক্ষ থেকে বলা হয়, ঈদের লম্বা ছুটির কারণে দেশের সকল মার্কেট ও দোকানসমূহ বন্ধ থাকে। এ সময় চুরি, ডাকাতিসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এমন প্রেক্ষাপটে জুয়েলারি ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। এ অবস্থায় ঈদের বন্ধ চলাকালে দেশের জুয়েলারি দোকানের বিশেষ নিরাপত্তার লক্ষ্যে জুয়েলারি মার্কেট ও প্রতিষ্ঠানসমূহে সার্বক্ষণিক নিরাপত্তা ও অধিকতর নজরদারির ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ
জানিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, আগামী সোমবার সারা দেশে ঈদুল আজহা উদযাপন করা হবে। ফলে ১৬ থেকে ১৮ জুন ( রবি, সোম ও মঙ্গলবার) কোরবানি ঈদের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ৫ দিনের লম্বা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১