৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:শনিবার, ১৫ জুন ২০২৪ ০৯:০৬
নিউজ ডেস্ক: এর আগে দুপুর সোয়া ১২টার দিক থেকে এক ঘণ্টার মতো গাড়ির প্রচণ্ড চাপে মহাসড়কে ধীরগতির সৃষ্টি হয়।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) মো. জাফর উল্লাহ রুবেল ঢাকা পোস্টকে বলেন, বঙ্গবন্ধু সেতুর দুইটি লেন দিয়েই উত্তরবঙ্গগামী গাড়িগুলো পাড় করার কারণে কিছু সময় সেতু পশ্চিম মহাসড়কে ব্যাপক চাপ পড়ে। এ কারণে সেতু পশ্চিম থেকে ঝাঐল ওভারব্রিজ এলাকা পর্যন্ত কিছু জায়গা বাদ দিয়ে ধীরগতি তৈরি হয়। এখন যানচলাচল একদম স্বাভাবিক রয়েছে এবং মহাসড়কে গাড়ির চাপও কমে গেছে। অনেকটা ফাঁকাই বলা যায়।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১