৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শনিবার, ১৫ জুন ২০২৪ ০৯:০৬
নিউজ ডেস্ক: শনিবার (১৫ জুন) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক বলেন, কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন, পশ্চিম জোন, দক্ষিণ জোন ও ঢাকা জোন কর্তৃক যথাক্রমে চট্টগ্রাম, মোংলা, ভোলা ও ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া, ফেরিঘাটসমূহে টহল দেওয়া হচ্ছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাধারণ জনগণের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে নিয়মিত টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট বা নৌযানসমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, কোস্ট গার্ডের এ কার্যক্রম ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদুল আজহা পরবর্তী যাত্রী সাধারণের নিরাপদে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১