প্রোটিয়াদের কাছে হারের ক্ষত বাংলাদেশকে হারিয়ে সারতে চায় নেপাল

প্রকাশিত:শনিবার, ১৫ জুন ২০২৪ ০৯:০৬

প্রোটিয়াদের কাছে হারের ক্ষত বাংলাদেশকে হারিয়ে সারতে চায় নেপাল

নিউজ ডেস্ক: ১০ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যালে স্টেডিয়ামে। দীর্ঘ বিরতির পর এই ভেন্যুতে প্রথম ম্যাচ খেলেছিল বাংলাদেশ-নেদারল্যান্ডস। ম্যাচটিতে মোটামুটি রান উঠতে দেখা গেলেও, আজ (শনিবার) লো স্কোরিং ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা–নেপাল। হিমালয়ান দেশটির বিপক্ষে আগে ব্যাট করে প্রোটিয়ারা মাত্র ১১৫ রান তুলতে সক্ষম হয়। সেই রান প্রায় তাড়া করেই ফেলেছিল রোহিত পৌডেলের দল। তবে শেষ ওভারে ৮ রানের লক্ষ্যে খেলে তারা ৬ রান করে।

নেপালিজদের এমন হারে পুরো কৃতিত্ব বাঁ–হাতি প্রোটিয়া চায়নাম্যান তাবরাইজ শামসির। ১৮তম ওভারে চার বলের ব্যবধানে একই ওভারে তুলে নিলেন নেপালের দুই ইনফর্ম ব্যাটার দীপেন্দ্র সিং আইরে ও আসিফ শেখের উইকেট। মাত্র ১৯ রান খরচ করেই শামসি ৪ উইকেট শিকার করেন। এই জয়ে অপরাজেয় থেকেই আফ্রিকানরা সুপার এইট খেলতে যাবে। টানা চার ম্যাচ জিতেছে তারা, যদিও শেষ দুটি ম্যাচ বাংলাদেশ ও নেপালের সঙ্গে তুমুল হাড্ডাহাড্ডি হয়েছে।

এমন হারেও অবশ্য সতীর্থদের নিয়ে গর্বিত নেপাল অধিনায়ক রোহিত। তিনি বলেন, ‘এই দল নিয়ে আমি অনেক গর্বিত। বিশেষ করে যেভাবে বোলিং ও ব্যাটিং করেছি তাতে গর্ববোধ করাই যায়। আমরা খুব কাছাকাছি গিয়েছিলাম, চাপের মুহূর্তেও ভালো করেছি, কিন্তু শেষমুহূর্তে আর পারিনি। আমরা যদি নিয়মিত বড় মঞ্চে খেলার সুযোগ পাই তাহলে এসব ম্যাচ জিততে পারব।’

নেপাল অধিনায়ক রোহিত পৌডেল


এই ম্যাচের পর নেপাল বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করে ফেলেছে। এর আগপর্যন্ত কাগজে কলমে তাদেরও আশা বেঁচে ছিল সুপার এইটে খেলার। এখন শেষ ম্যাচটি হয়ে পড়েছে অনেকটাই নিয়মরক্ষার। যেখানে তারা মোকাবিলা করবে বাংলাদেশের। আজকের মতো খেলে ওই ম্যাচে জয়ের আত্মবিশ্বাস কাজে লাগানোর আশা রোহিতের, ‘আমরা আজ যেভাবে খেলেছি এটা প্রমাণ হয়েছে যে আমরা এখানে কেন এসেছি। এটা আমাদেরকে বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে আত্মবিশ্বাস যোগাবে। আজ জিতলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা নক আউট হতো। এটা যেহেতু হয়নি, পরের ম্যাচ গর্বের জন্য খেলব। আমরা টেস্ট খেলুড়ে দেশকে হারাতে চাই। আজ হয়নি, আগামী ম্যাচে সেটা করতে চাই।’

উল্লেখ্য, আগামী ১৭ জুন (সোমবার) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় টাইগারদের মুখোমুখি হবে নেপাল। হিমালয়ান ক্রিকেটারদের জন্য ম্যাচটি নিয়মরক্ষার হলেও, সুপার এইটে উঠতে জয় দরকার নাজমুল হোসেন শান্তদের। সেই ম্যাচে জিতলে ৬ পয়েন্ট নিয়ে অনায়াসেই তারা সুপার এইটে উঠে যাবে, অন্যথায় নেট রানরেটের হিসাবে তাদের লড়তে হতে পারে নেদারল্যান্ডসের। ডাচরা নিজেদের শেষ ম্যাচে একইদিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে।