১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে নভেম্বর, ২০২৫ ইং
প্রকাশিত:শনিবার, ১৫ জুন ২০২৪ ০৯:০৬
নিউজ ডেস্ক: মোহাম্মদ রফিজ উদ্দিন খান ও নাজমুল ইসলাম দুজনেই সিরাজদিখান উপজেলার মালপদিয়া নাটেশ্বর এলাকার বাসিন্দা।
নিখোঁজ রফিজ উদ্দিন খানের ভাগিনা মনির হোসেন বলেন, আমার মামা ও তার প্রতিবেশী নাজমুল ইসলাম শুক্রবার বিকেল তিনটার দিকে কোরবানির গরু কেনার জন্য বাড়ি হতে বের হন। টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে গরু কিনতে যান তারা। এরপর থেকে তাদের আর সন্ধান পাওয়া যাচ্ছে না। আমার মামার দুই ছেলে দুজনই মালয়েশিয়া প্রবাসী। মামার খোঁজে বিভিন্ন স্থানে আমরা মাইকিং করছি। আমি থানায় গিয়ে জিডি করার প্রস্তুতি নিচ্ছি।
মোহাম্মদ রফিজ উদ্দিন খান ও নাজমুল ইসলাম খোঁজ পেলে +৮৮০১৯১৮৭৯৭২০১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানা তিনি।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১