সুপার এইটে বাংলাদেশের সুযোগ দেখছেন ফাহিম ও রুবেল

প্রকাশিত:বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ১১:০৬

সুপার এইটে বাংলাদেশের সুযোগ দেখছেন ফাহিম ও রুবেল

নিউজ ডেস্ক: চার ম্যাচের তিনটিতে জিতে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। একটু এদিক-সেদিক হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জিততে পারতো শান্তরা। এবারের আসরে কন্ডিশনের ফায়দা তুলতে পেরেছে বাংলাদেশের বোলাররা। তানজিম সাকিব-রিশাদদের আগুনে বোলিংয়ে বলতে গেলে ব্যাটারদের অবদান ছাড়াই সুপার এইটে জায়গা করে নিয়েছে টিম টাইগার্স।

সেরা আটের দ্বৈরথে টিম টাইগার্সের সামনে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। গ্রুপের বাকি তিন প্রতিপক্ষ উড়তে থাকা আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও ভারত। আগামীকাল (শুক্রবার) সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অজিদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

সুপার এইটে কেমন করবে লাল-সবুজের দল? বাংলাদেশের সম্ভাবনাই বা কতটা। independentvoice24.com সঙ্গে এসব নিয়ে কথা বলেছেন দেশের খ্যাতনামা কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম এবং টাইগার পেসার রুবেল হোসেন।