৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:শনিবার, ২২ জুন ২০২৪ ১১:০৬
নিউজ ডেস্ক: গাজায় দ্য ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) কার্যালয়ের কাছে শুক্রবার গোলা হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। হামলায় রেডক্রস কার্যালয়ও ‘ক্ষতিগ্রস্ত’ হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইসিআরসি।
হামলায় আরও ৪৫ জন আহত হয়েছেন। তাঁদের কাছেই রেডক্রসের ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতরা সবাই রেডক্রস কার্যালয়ের আশপাশে আশ্রয় নিয়েছিলেন।
আইসিআরসির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার)এক পোস্টে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার বিকেলে আইসিআরসি কার্যালয় ও আবাসিক ভবনগুলোর কয়েক মিটারের মধ্যে হামলা হয়। হামলায় আইসিআরসি কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কারা ওই হামলা চালিয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কোনো তথ্য দেওয়া হয়নি বলে জানায় এএফপি।
আইসিআরসি বলেছে, তাদের অবকাঠামোর কাছে এতটা বিপজ্জনকভাবে হামলা চালিয়ে বেসামরিক ও রেডক্রসের কর্মীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে। যেখানে গাজায় লড়াইরত সব পক্ষই জানে, এখানে কারা অবস্থান করছে, রেডক্রসের প্রতীকও খুবই স্পষ্ট করে দেওয়া আছে।
গত কয়েক দিনে গুরুতর নিরাপত্তাসংকটের এমন ঘটনা আরও ঘটেছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। মাঠ পর্যায়ে হাসপাতাল থেকে আসা তথ্যানুযায়ী হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১