বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ার হিসেবে থাকবেন যারা

প্রকাশিত:শনিবার, ২২ জুন ২০২৪ ১১:০৬

বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ার হিসেবে থাকবেন যারা

নিউজ ডেস্ক: আজ শনিবার (২২ জুন) অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আলোচনায় আম্পায়ার প্যালেনে কারা থাকছেন সেটা নিয়ে। এর বড় কারণ হতে পারে ভারতের বিপক্ষে ম্যাচ হওয়ায়। গত কয়েকটি আইসিসি ইভেন্টে বাংলাদেশ-ভারত ম্যাচের আম্পায়ারিং নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে।

আজ সুপার এইটের এই ম্যাচে দুই ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক ও ইংল্যান্ডের মাইকেল গগ। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন জিম্বাবুয়ের ল্যাংটন রোসের। রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে থাকবেন রিচার্ড ক্যাটেলবুর্গ। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রঞ্জন মাদুগালে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন টাইগারদের সহ-অধিনায়ক পেসার তাসকিন আহমেদ। অবশ্য বিগ ম্যাচে একাদশে কোনো রিবর্তন আসবে কিনা সে বিষয়ে খোলাসা করেননি।

তবে ধারণা করা হচ্ছে শেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে পারেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। সেখানে জায়গা পেতে পারেন সৌম্য সরকার। এ ছাড়া আগের ম্যাচের বাকি খেলোয়াড়রা নিজেদের জায়গা ধরে রাখতে পারেন।

ভারতের বিপক্ষে সম্ভাব্য একাদশ –

সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।