৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:সোমবার, ২৪ জুন ২০২৪ ০৩:০৬
নিউজ ডেস্ক: এ বক্তব্য দেওয়ার কারণে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই হতবাক হয়ে ক্ষোভও প্রকাশ করেন।
নাম না প্রকাশের শর্তে দলের একাধিক কর্মী বলেন, জীবিত খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা কীভাবে করে? এটা তার (সাইফুল) দায়িত্বহীন বক্তব্য। ২৮ অক্টোবরের আন্দোলনের পর উনি রংপুরে এই প্রথম সভায় এসেছেন। আর এসেই বক্তব্যে বিতর্ক তৈরি করলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৪ সেকেন্ডের ভিডিওতে সাইফুল ইসলাম বলেন, ‘আমি আরেকটি বিষয় গভীর দুঃখের সঙ্গে প্রকাশ করছি। আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি। আজকের এই জরুরি মিটিংয়ে তার জন্য দোয়া হবে, আপনারা সবাই থাকবেন।’
এ বিষয় কথা হলে জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু বলেন, উনি (সাইফুল) বিষয়টি ওইভাবে বলেননি। ভুলবশত হতে পারে, তবে ইচ্ছাকৃত বলার কথাও নয়। এটা স্লিপ অব টাং। ভিডিওটি আমাদেরই কেউ হয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছে।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফছার আলীসহ জেলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
এ বক্তব্য প্রসঙ্গে জানতে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামকে তার মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি কল ধরেননি।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১