ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের আলোচনা সভা শনিবার

প্রকাশিত:শুক্রবার, ২৮ জুন ২০২৪ ০১:০৬

ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের আলোচনা সভা শনিবার

রাজনীতি ডেস্ক: শুক্রবার (২৮ জুন) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলি উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার বিকেল ৩টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা আরও বক্তব্য রাখবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মন্ত্রী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।