৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শুক্রবার, ২৮ জুন ২০২৪ ১০:০৬
ভ্রমণ ডেস্ক: মিরিক, ঘুম, বাতাসিয়া লুপ, জাপানি মন্দির চত্বর—কোথাও যেন তিলধারণের ঠাঁই নেই। ট্যুর অপারেটরদের সূত্রে জানা গেছে, আগামী ২২ জুন পর্যন্ত ওই পরিস্থিতি চলবে।
দার্জিলিং হিল্যান্ডার টুর অ্যান্ড ট্রাভেলসের ডিরেক্টর নবীন ছেত্রী ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, লোকসভা নির্বাচন চলাকালীন পর্যটকের সংখ্যা কমে গিয়েছিল। ফলাফল প্রকাশের পর ভিড় বাড়ছে। ২২ জুন পর্যন্ত পাহাড়ে হোটেল, হোমস্টে সবই বুকিং আছে।
হোটেল মালিকদের সূত্রে জানা গেছে, সমতলে গরমের তীব্রতা বেশি থাকায় এবার পাহাড়ে পর্যটকের সংখ্যা অন্য বছরের তুলনায় অনেক বেশি। বেশি পর্যটক এসেছেন কলকাতা ও বাংলাদেশ থেকে।
দেখা গেছে, পর্যটকরা কেনাকাটা ও ছবি তোলা চালিয়ে যাচ্ছেন সমান তালে। খাবারের দোকানগুলোতে বসার জায়গা মিলছে না।
এবার শুধু দার্জিলিং শহর নয়। এখানে থাকার জায়গা না পেয়ে অনেকেই কালিম্পং, আলগারা, পেডং, লাভায় ভিড় করেছেন। এখানে মে মাস থেকেই সব বুকিং হয়ে আছে। তবে বৃষ্টির জন্য সান্দাকফু, ফালুটে যাতায়াত অনেকটাই কমেছে।
এদিকে পর্যটকের ভিড় বাড়তে দার্জিলিং শহরে যানজটের সমস্যাও তীব্র হয়েছে। ঘুম থেকে দার্জিলিং শহর পর্যন্ত রাস্তাজুড়ে সকাল থেকে পর্যটকদের গাড়ির লম্বা লাইন। তবে কিছু সমস্যা পোহাতে হোলেও শৈল শহরে পৌঁছে মনোরম আবহাওয়া পেয়ে খুশি সবাই। কুয়াশা গায়ে মেখে পাহাড়ি রাস্তায় পা ফেলছেন সব বয়সের মানুষ।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১