মিশিগানে মৌলভীবাজারের বিএনপি নেতা মিজানুরকে স্বীকৃতিপত্র প্রদান

প্রকাশিত:রবিবার, ৩০ জুন ২০২৪ ১১:০৬

মিশিগানে মৌলভীবাজারের বিএনপি নেতা মিজানুরকে স্বীকৃতিপত্র প্রদান

রাজনীতি ডেস্ক: শুক্রবার (২৮ ‍জুন) বিকেলে হ্যামট্রামিক শহরের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। এতে মিশিগান বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় হ্যামট্রামিক সিটির পক্ষ থেকে মিজানুর রহমানের হাতে স্বীকৃতিপত্র তুলে দেন সিটি মেয়র আমির গালিব। এছাড়া, ফুল দিয়ে ভিপি মিজানকে স্বাগত জানান বিএনপি নেতাকর্মীরা।

সভায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন নেতাকর্মীরা।

মিশিগান বিএনপি সভাপতি দেওয়ান আকমল চৌধুরী সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন মৌলভীবাজার জেলা বিএনপির সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান।

বিএনপি সেক্রেটারি সেলিম আহমদ ও সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম তুহিনের যৌথ সঞ্চালনায় বক্তব্যে রাখেন সাবেক প্রধান উপদেষ্টা ফখরুল ইসলাম লয়েছ, উপদেষ্টা মোহাম্মদ জামান, মোহাম্মদ নিজাম উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নছিরুল হক শাহীন, একই উপজেলার বিএনপির সাবেক সেক্রেটারি মোহাম্মদ জিলাল উদ্দিন।

সভায় বক্তব্যে রাখেন বিএনপি নেতা কাজী এবাদ, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ওমর আশরাফ ইমন, সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, সাবেক সহসভাপতি মাহফুজুল করিম জেহীন, তারেক আহমদ চৌধুরী।

এছাড়া সাবেক ইউপি চেয়ারম্যান দিলদার হোসেন কচি, বানিয়াচং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজওয়ান হোসেন খান মামুন, মিশিগান জাসাসের সেক্রেটারি আহমেদ শরীফ মাহদী ও হাবিবুর রহমান হাবীবসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।