৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ০২ জুলা ২০২৪ ১২:০৭
বিনোদন ডেস্ক: বুবলীর এমন বক্তব্যের পর হাসির প্রতিক্রিয়া জানান চিত্রনায়িকা অপু বিশ্বাস। নায়িকাকে খোঁচা দিয়েই ‘অট্টহাসি’তে ফেঁটে পড়তে দেখা যায় অপুকে।
বুবলীর বক্তব্যে কেন হাস্যকর মনে হয়েছে, সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সেই কথাই বলেছেন শাকিবের প্রাক্তন স্ত্রী। বুবলীর মন্তব্যকে ‘দূর্বল গেম প্ল্যান’ হিসেবে দাবি করেছেন তিনি।
যেখানে অপু টেনে এনেছেন পূর্বের ঘটনা। এই নায়িকার ভাষায়, যখন ‘প্রিয়তমা’র প্রচারের সময় অভিনেতা আফরান নিশো শাকিব খানকে নিয়ে নেতিবাচক কথা বলল, তখন ওনার (বুবলী) মুখে শোনা গেল সেই নিশোর প্রশংসা। সেসময় কীভাবে শাকিবকে নিয়ে বাজে মন্তব্য করা একজন মানুষের পক্ষে সাফাই গাইলেন তিনি?
এরপর অপু বলেন, বলেন, ‘নিজে ছবি থেকে বাদ পড়ে শাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন তিনি। দুর্বল গেম প্ল্যান। ছবি থেকে বাদ না পড়লে, শাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না। আসলে সবখানে শাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন।
এদিকে সিনেমা থেকে বুবলীর সরে আসার বক্তব্যে ভালোভাবে নেননি প্রযোজক ইকবাল। তার দাবি, বুবলীকে তিনি বাদ দিয়েছেন সিনেমা থেকে। নায়িকা নিজ থেকে সরে দাঁড়াননি।
এই প্রযোজকের কথায়, ‘তিনি (বুবলী) যদি সিনেমা থেকে সরে দাঁড়ায়, তাহলে সাইনিং মানি আর ৪০ শতাংশ শুটিংয়ের টাকা ফিরিয়ে দিক। যেহেতু তিনি নিজেই বলেছেন সরে দাঁড়ানোর কথা। আমি বলব, আমার টাকা ফিরিয়ে দেওয়ার জন্য, না হয় আমি শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জানাব।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১