৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বুধবার, ০৩ জুলা ২০২৪ ১১:০৭
রাজনীতি ডেস্ক: দুর্নীতির ‘মহানায়কেরা’ সরকারের ঘনিষ্ঠজন হিসেবে বড় বড় সরকারি পদে অধিষ্ঠিত থাকলেন কীভাবে—এ প্রশ্ন রেখেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, তথাকথিত স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) সব সময় সরকারের মুখাপেক্ষী হয়ে থাকে। সংস্থাটির শক্ত মেরুদণ্ড নেই।
ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
সম্প্রতি আলোচিত দুর্নীতির ঘটনাগুলো সম্পর্কে রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমান ডামি সরকার বলছে, দুদক স্বাধীন সংস্থা। কিন্তু আজকাল সংবাদপত্রের পাতায় দৃষ্টি দিলেই বেনজীর, মতিউর, আছাদুজ্জামান, আরও কত নাম দেখা যাচ্ছে। দুর্নীতি দমন কমিশন সত্যিকারের স্বাধীন হলে এসব দুর্নীতির মহানায়কেরা সরকারের ঘনিষ্ঠজন হিসেবে বড় বড় সরকারি পদে অধিষ্ঠিত থাকলেন কীভাবে? এসব ঘটনায় প্রমাণিত হয়েছে, তথাকথিত স্বাধীন দুর্নীতি দমন কমিশন সরকারের মুখাপেক্ষী হয়ে থাকে; কমিশনের শক্ত মেরুদণ্ড নেই।’
‘দিল্লির বশ্যতা মানবে না’
সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরে সই হওয়া সমঝোতা স্মারকের প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের মানুষ যেমন পিন্ডির বশ্যতা মানেনি, তেমনি কখনোই দিল্লির বশ্যতা মানেনি এবং ভবিষ্যতেও মানবে না। অসংখ্য আত্মদানের মধ্য দিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতাকে বিপন্ন করা যাবে না। বিএনপি শাসন আমলে কোনো ট্রানজিট আদায় করা ভারতের পক্ষে সম্ভব হয়নি।’
রিজভী বলেন, ভারতকে রেল করিডর–সুবিধা দেওয়ার চুক্তির ফলে বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারত তাদের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে অস্ত্রশস্ত্র, সৈন্য পাঠাতে পারবে। এর ফলে বাংলাদেশের নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে। বাংলাদেশের জনগণ জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই চুক্তি তারা কোনো দিনই মেনে নেবে না।
সমাবেশে হামলার অভিযোগ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গত সেমাবার থেকে সারা দেশে সমাবেশ করছে দলটি। রিজভী অভিযোগ করেন, আজ বিভিন্ন জেলায় আওয়ামী লীগ সরকার বিএনপির নেতা–কর্মীদের ওপর সহিংস আক্রমণ চালাচ্ছে। আজ নাটোর, পটুয়াখালী, বাগেরহাটে বিএনপির সমাবেশে হামলা করা হয়। এতে অনেক নেতা–কর্মী আহত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১