ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

প্রকাশিত:বুধবার, ০৩ জুলা ২০২৪ ১১:০৭

ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সমগ্র দেশ ডেস্ক: বুধবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া ওই দুই বোন হলো বাঘমারা গ্রামের শফিক মাতব্বরের মেয়ে হালিমা (৮) ও হাবিবা (৫)।

জানা গেছে, শফিক মাতব্বরের স্ত্রী খাদিজা দুপুরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এদিকে বাড়ির উঠানে দুই বোন খেলা করছিল। কিছুক্ষণ পরে দুই বোনকে উঠানে না দেখতে পেয়ে আশপাশে খুঁজতে শুরু করেন খাদিজা। এ সময় বাড়ির পুকুরে ছোট মেয়ে হাবিবার মরদেহ দেখতে পান তিনি। তাকে টেনে তুলতে গিয়ে মাটিতে আটকা অবস্থায় বড় মেয়ে হালিমারও মরদেহ দেখতে পান তিনি।

পরে দুই বোনকে প্রতিবেশীরা উদ্ধার করে ভোলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ড. ফাতেমা আক্তার বলেন, পানি থেকে উদ্ধার করে দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির মিয়া বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।