সন্তানের জন্য ওষুধ কিনতে বের হওয়া নারীকে গিলে খেলো সাপ

প্রকাশিত:বুধবার, ০৩ জুলা ২০২৪ ০২:০৭

সন্তানের জন্য ওষুধ কিনতে বের হওয়া নারীকে গিলে খেলো সাপ

আন্তর্জাতিক ডেস্ক: এটি এই প্রদেশে গত এক মাসে সাপের আক্রমণে কোনো মানুষ নিহত হওয়ার দ্বিতীয় ঘটনা।

সিরিয়াতি নামের ৩৬ বছর বয়সী ওই নারী গতকাল সকালে অসুস্থ সন্তানের জন্য ওষুধ কিনতে বের হন। কিন্তু তিনি ফিরে না আসায় আত্মীয়-স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

সিরিয়াতির স্বামী আদিনসা বাড়ি থেকে ৫০০ মিটার দূরে তার জুতা এবং প্যান্ট পড়ে থাকতে দেখেন। এর কিছুক্ষণ পর তিনি একটি বড় অজগরকেও দেখেন। যা রাস্তা থেকে ১০ মিটার দূরে অবস্থান করছিল। ওই সময় সাপটি জীবিত ছিল।

গ্রাম প্রধান লাইয়িং বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, “সিরিয়াতির স্বামী দেখতে পায় সাপটির পেট অনেক বড়। তখন তার সন্দেহ বাড়ে। তিনি তখন সাপটির পেট কাটার জন্য গ্রামবাসীর সহায়তা চান। পেট কেটে সিরিয়াতির মরদেহ পাওয়া যায়।”

মানুষকে সাপের এমন আস্ত গিলে খাওয়ার ঘটনা খুবই বিরল। কিন্তু গত কয়েক বছরে বেশ কয়েকজন মানুষকে সাপ এভাবে হত্যা করেছে।

গত মাসে এই প্রদেশের আরেকটি বিভাগে সাপের পেটের ভেতর নারীর মরদেহ পাওয়া গিয়েছিল।

গত বছর প্রদেশটির একটি গ্রামের বাসিন্দারা ২৬ ফুট লম্বা অজগর সাপকে পিটিয়ে মারেন। গ্রামবাসী দেখতে পান সাপটি গ্রামের এক কৃষককে শ্বাসরুদ্ধ করে গিলে খাচ্ছে।