১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৪ জুলা ২০২৪ ১২:০৭
ক্রীড়াঙ্গণ নিউজ ডেস্ক: ইউরোপ মহাদেশের শ্রেষ্ঠত্বের মুকুট পেতে হলে পেরোতে হবে আরও তিন ধাপ। কিন্তু শেষ তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কতটা কঠিন হতে পারে, তা নিশ্চয়ই উপলব্ধি করতে শুরু করেছে টিকে থাকা ৮ দল।
আগামীকাল রাতে স্বাগতিক জার্মানি ও ফেবারিট স্পেনের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ইউরোর কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালে ওঠার অন্য তিন লড়াইয়ে মুখোমুখি পর্তুগাল–ফ্রান্স, ইংল্যান্ড–সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস–তুরস্ক।
আর ১০ দিন পরেই জানা যাবে, কারা হবে ইউরোর চ্যাম্পিয়ন। তবে ফুটবলের পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপ্টা’ এরই মধ্যে সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম জানিয়ে দিয়েছে। শেষ ষোলো পর্যন্ত দলগুলোর খেলার মান বিচার করে ভবিষ্যদ্বাণী করেছে অপ্টার সুপারকম্পিউটার। এই সূচকে সুপারকম্পিউটার টিকে থাকা ৮ দলের খুঁটিনাটি বিশ্লেষণ করে স্পেনকে বাকিদের চেয়ে এগিয়ে রেখেছে।
সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ১৯.২৫%। ১৮.১১% সম্ভাবনা নিয়ে স্পেনের পরেই আছে জার্মানি। দল দুটি ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়নও। দুই দলই তিনবার করে শিরোপা জিতেছে। তবে আগামীকাল স্টুটগার্টে প্রথম কোয়ার্টার ফাইনালেই স্পেন–জার্মানি মুখোমুখি হচ্ছে। যার মানে শেষ আট থেকেই সুপারকম্পিউটারের শীর্ষ দুই ফেবারিটের একটিকে বিদায় নিতে হবে।
টুর্নামেন্ট শুরুর আগে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনায় সবার চেয়ে এগিয়ে ছিল ইংল্যান্ড। ইংলিশরা কাগজে–কলমে এগিয়ে থাকলেও মাঠের খেলায় ছাপ ফেলতে পারেনি। বিশেষ করে কোচ গ্যারেথ সাউথগেটের কৌশল ব্যাপক সমালোচিত হয়েছে। কেইন–বেলিংহামরা শেষ আটে পা রাখলেও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। গ্রুপ পর্ব ও শেষ ষোলোয় পারফরম্যান্স বিশ্লেষণের পর ইংল্যান্ডকে শিরোপার দৌড়ে নিচে নামিয়ে দিয়েছে সুপারকম্পিউটার। অপ্টার ওয়েবসাইটে এখন ইংল্যান্ডের সম্ভাবনা দেখানো হচ্ছে ১৭.০৮%।
প্রথম দুই রাউন্ডের পারফরম্যান্স ফ্রান্সকেও পিছিয়ে দিয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে ফরাসিদের রাখা হয়েছিল দুই নম্বরে। ১৬.৩৪% সম্ভাবনা নিয়ে তারা এখন চার নম্বরে। ফ্রান্সের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে গোল পেয়েছেন মাত্র একটি, সেটিও পেনাল্টি থেকে। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে দিদিয়ের দেশমের দলের গোল তিনটি, এর দুটিই প্রতিপক্ষের উপহার—আত্মঘাতী গোল!
১১.৮৪% সম্ভাবনা নিয়ে নেদারল্যান্ডস আছে পাঁচ নম্বরে। গ্রুপ পর্বে তিন ম্যাচের মাত্র একটিতে জয় পায় ডাচরা। তবে শেষ ষোলোয় রোনাল্ড কোমানের দল ৩–০ গোলে উড়িয়ে দেয় রোমানিয়াকে। টুর্নামেন্ট শুরুর আগে শিরোপার দৌড়ে ছয় নম্বরে থাকা নেদারল্যান্ডস এই পারফরম্যান্সের সুবাদে এক ধাপ ওপরে উঠে এসেছে।
আর স্লোভেনিয়ার বিপক্ষে টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠা পর্তুগাল এক ধাপ নিচে নেমে গেছে। ক্রিস্টিয়ানো রোনালদোর দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দেখানো হচ্ছে ৮.৬১%।
শেষ দুটি স্থানে আছে এবারের ইউরোর দুই চমক সুইজারল্যান্ড ও তুরস্ক। সুইসদের সম্ভাবনা ৫.৯৭%, তুর্কিদের সবচেয়ে কম ২.৮০%।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১