১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৪ জুলা ২০২৪ ১২:০৭
ক্রীড়াঙ্গণ ডেস্ক: মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে। যদিও সেখানে তুমুল বৃষ্টি হচ্ছে এখন। এর মধ্যেই বৃষ্টি উপেক্ষা করে গোটা স্টেডিয়াম প্রায় জনসমুদ্রে পরিণত হয়েছে।
https://twitter.com/mufaddal_vohra?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1808814621869875553%7Ctwgr%5E5189db863f94fb4a63da9e0ebd234d121f8d75cf%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dhakapost.com%2Fsports%2F290665
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, মুম্বাই বিমানবন্দর থেকে বাসে নরিম্যান পয়েন্টে যাবেন রোহিত, বিরাটরা। সেখানে একটি বিশেষ ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছে। সেই বাসে চেপে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন তারা।
বিশ্বজয়ীদের স্বাগত জানাতে মুম্বাই বিমানবন্দরের ভেতরে ও বাইরে জড়ো হয়েছেন হাজার হাজার সমর্থক। বিশ্বকাপ জেতার আনন্দে শামিল হয়েছে গোটা ভারত। সবার হাতেই পোস্টার।
বিশ্বকাপ জয়ের পর বেরিল ঘূর্ণিঝড়ের কারণে বার্বাডোজে আটকা পড়েছিল ভারতীয় ক্রিকেট দল। অবশেষে আজ (বৃহস্পতিবার) সকালে নিজ দেশে ফিরেছে রোহিত শর্মারা। দিল্লিতে নেমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসবভনে গিয়েছেন বিশ্বকাপজয়ীরা।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১