ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় এক নারীসহ তিনজনের যাবজ্জীবন

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৪ জুলা ২০২৪ ১২:০৭

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় এক নারীসহ তিনজনের যাবজ্জীবন

সমগ্র দেশ ডেস্ক: বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ‍্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার বিকেলে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মনোয়ারা খাতুন, হজরত আলী ও ইউসুফ আলী। আসামিরা সবাই পলাতক।

মামলার বিবরণে জানা যায়, ধোবাউড়া উপজেলার সোহাগী পাড়ায় জমি সংক্রান্ত পূর্ববিরোধে ২০০৯ সালের ৩ জুন আ. মান্নান তার নিজ জমিতে কাজ করার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। এ ঘটনায় আহত অবস্থায় আ. মান্নান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় পরদিন নিহতের স্বজন মাওলানা মো. আ. হাই ধোবাউড়া থানায় ১৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় পলাতক থাকা অবস্থায় আরও দুই আসামি রায় ঘোষণার আগেই মৃত্যুবরণ করেন।