যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৪ জুলা ২০২৪ ১২:০৭

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে রাত ১০টা পর্যন্ত। ইতিমধ্যে ভোটাররা কেন্দ্রে আসা শুরু করেছেন। অনেক ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।

জরুরি প্রয়োজনে কোনো ভোটার সরাসরি কেন্দ্র গিয়ে ভোট দিতে না পারলে তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। তাঁরা প্রক্সি ভোট দিতে পারবেন। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন তাঁদের আজ যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেল পাঁচটার মধ্যে নিজ নিজ কাউন্সিলের সঙ্গে যোগাযোগ বা অনলাইনে আবেদন করতে বলেছে।

ভোট গ্রহণ শুরু হলেও এখনো ক্ষমতাসীন রক্ষণশীল দলের নেতা প্রধানমন্ত্রী ঋষি সুনাক বা লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার ভোট দেননি। আশা করা হচ্ছে, সকালেই তাঁরা নিজ নিজ নির্বাচনী আসনে ভোট দেবেন।

যুক্তরাজ্যে এ বছরই প্রথম সাধারণ নির্বাচনে ভোটারদের ব্যালট পেপার নেওয়ার আগে পরিচয়পত্র দেখাতে হবে। সে ক্ষেত্রে ভোটারদের ছবিযুক্ত পরিচয়পত্র নিয়ে ভোটকেন্দ্রে যেতে বলা হয়েছে। গত ২ মের স্থানীয় সরকার নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন পরিচয়পত্র না নিয়ে ভোটকেন্দ্র গেলে তাঁর ভোট গ্রহণ করেননি কর্মকর্তারা। ফলে তাঁকে ভোট না দিয়ে ফিরে যেতে হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ